| |
               

মূল পাতা সারাদেশ জেলা গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করায় ওসির বাড়ি থেকে গরু লুট!


গরু চোর সিন্ডিকেটের প্রধানকে গ্রেপ্তার করায় ওসির বাড়ি থেকে গরু লুট!


রহমত নিউজ     03 March, 2025     03:50 PM    


চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি জাহেদুল কবিরে বাড়িতে গরু চুরির ঘটনা ঘটেছে। ওসি জাহেদুল কবিরের গ্রামের কক্সবাজারের পেকুয়া-বরইতলী সড়কে গরু চুরির সময় বাসিন্দারা টের পেয়ে চোর বলে চিৎকার করলে গুলি ছুড়ে পিকআপে গরু নিয়ে চোরেরা পালিয়ে যায়। 

স্থানীয়দের ধারণা, সম্প্রতি চট্টগ্রামের চকবাজার থানা এলাকা থেকে গরু চোর সিন্ডিকেটের প্রধান নবী হোসাইনকে গ্রেপ্তার করেন থানার ওসি জাহিদুল কবির। এই ক্ষোভ থেকেই ওসির গ্রামের বাড়ি থেকে গরু লুট করার ঘটনা ঘটে থাকতে পারে।

রবিবার (২ মার্চ) রাত সোয়া একটার দিকে পেকুয়া-বরইতলী সড়কের পূর্হাব মেহেরনামা সালাহউদ্দিন ব্রিজ নামক এলাকার মাস্টার আহমদ কবিরের বাড়িতে গরু চুরির ঘটনাটি ঘটে।

গরুগুলো পালন করতেন মাস্টার আহমদ কবিরের ছেলে মনিরুল কবির রাশেদ। তার বড়ভাই জাহেদুল কবির চট্টগ্রাম শহরের চকবাজার থানার ওসি।

স্থানীয়রা জানায়, চকরিয়া-পেকুয়ায় গরু চুরির ঘটনা অহরহ। অনেককে নির্ঘুম রাত কাটাতে হচ্ছে গরু চুরির জন্য। গরু চোর সিন্ডিকেটের প্রধান সাহারবিল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নবী হোসাইনকে গ্রেফতার করা হলেও থামেনি গরু চুরি।

ইতোমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছে পেকুয়া থানা পুলিশ। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল মোস্তফা গণমাধ্যমকে জানান, ভুক্তভোগীরা লিখিতভাবে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: চট্টগ্রাম কক্সবাজার পেকুয়া