| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ধর্ম অবমাননাকারী রাখাল রাহার বিচার নিশ্চিত করতে হবে : তরুণ আলেম প্রজন্ম


ধর্ম অবমাননাকারী রাখাল রাহার বিচার নিশ্চিত করতে হবে : তরুণ আলেম প্রজন্ম


রহমত নিউজ     23 February, 2025     04:30 PM    


আল্লাহকে নিয়ে কটূক্তি করা পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটির সদস্য রাখাল রাহার দ্রুত বিচারের দাবি তরুণ আলেম প্রজন্মের।

রোববার (২৩ ফেব্রুয়ারি)  গণমাধ্যমে পাঠানো সংগঠনের পরিষদ সদস্য বিলাল আহমদ চৌধুরী স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, তরুণ আলেম প্রজন্ম-২৪ এর নেতৃবৃন্দ পাঠ্যপুস্তক সংশোধন ও পরিমার্জন কমিটি থেকে অবিলম্বে রাখাল রাহার অপসারণ পূর্বক তার দৃষ্টান্তমূলক বিচারের জোর দাবি জানাচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, রাখাল রাহা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আল্লাহ ও ইসলাম ধর্মের গুরুত্বপূর্ণ ইবাদত তাহাজ্জুদের নামাজ নিয়ে অশ্রাব্য ভাষায় চরম অবমাননাকর কটুক্তি করেছে। যা এদেশের মানুষের ধর্মীয় অনূভুতিতে চরমভাবে আঘাত করেছে।একই সাথে রাষ্ট্র ও জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে চলমান সংস্কার প্রক্রিয়ায় কোন ব্যক্তিকে যুক্ত করার বিষয়ে ভবিষ্যতে সরকার কে আরো যত্নবান হাওয়ার তাগিদ প্রদান করছে তরুণ আলেম প্রজন্ম-২৪।

এমন পরিস্থিতিতে ধৈর্যধারণ করে রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলার প্রতি সযত্ন দৃষ্টি রেখে শান্তিপূর্ণ উপায়ে প্রতিবাদ অব্যাহত রাখার জন্য দেশের ধর্মপ্রাণ মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানায় “তরুণ আলেম প্রজন্ম-২৪”।
 


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা