| |
               

মূল পাতা আন্তর্জাতিক ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স


ইমামতিকে পেশা হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতি দিল ফ্রান্স


আন্তর্জাতিক ডেস্ক     20 February, 2025     12:56 PM    


আনুষ্ঠানিকভাবে ইমামতিকে পেশা হিসেবে স্বীকৃতি দিয়ে দেশের কর্মসংস্থান সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করেছে ফ্রান্স। এ সিদ্ধান্তের ফলে ইমামদের কাজকে একটি প্রতিষ্ঠিত ও কাঠামোবদ্ধ পেশা হিসেবে গণ্য করা হবে।

জানা গেছে, দেশটিতে এখন থেকে ইমামদের জন্য আনুষ্ঠানিক কর্মপরিকল্পনা ও চুক্তিভিত্তিক চাকরির ব্যবস্থা গড়ে তোলা হবে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রেতাইয়ো এই ঘোষণা দেন। তিনি বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক পদক্ষেপ, যা প্রথমবারের মতো ফ্রান্সে ইমামের ভূমিকাকে সরকারি স্বীকৃতি দিল। 

রেতাইয়ো এই ঘোষণাটি ফরাসি ইসলাম ফোরামের (এফওআরআইএফ) দ্বিতীয় বৈঠকের সমাপনী অধিবেশনে দেন। এফওআরআইএফ হলো ফ্রান্সে মুসলিম সম্প্রদায়ের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের একটি সরকারি উদ্যোগ।