রহমত নিউজ 08 February, 2025 06:53 PM
পলাতক প্রধানমন্ত্রী খুনি হাসিনার দাম্ভিকতা মূলক বক্তব্যের কারণে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। দেশ ছয় মাস যাবত স্থিতিশীল অবস্থায় সুন্দরভাবে চলছিল। পলাতক খুনি হাসিনা জুলাই বিপ্লব নিয়ে লাইভে এসে তুচ্ছ-তাচ্ছিল্য মূলক বক্তব্য দেওয়ায় ছাত্র-জনতার হৃদয়ে আগুন ধরিয়ে দিয়েছে যার ফলশ্রুতিতে ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হাসিনার দোসরদের স্থাপনায় ভাঙচুর হয়েছে। এর জন্য দায়ী শেখ হাসিনাই।
শনিবার (৮ ফেব্রুয়ারি) হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর যাত্রাবাড়ী জোনের কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে হেফাজতের সিনিয়র যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সভাপতি খতিবে বাঙ্গাল মাওলানা জুনায়েদ হাবিব এর সব কথা বলেন।
হেফাজতে ইসলাম যাত্রাবাড়ী জোনের সভাপতি মুফতী আজহারুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুফতী শরীফুল্লাহর পরিচালনায় এ কাউন্সিল অধিবেশন রাজধানীর সাইনবোর্ডস্থ মারকাজুল হুদা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
আরো বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুফতী বশির উল্লাহ, মাওলানা রশিদ আহমদ, মাওলানা তৈয়ব আল হোসাইনী, মাওলানা ফয়সাল আহমদ, মাওলানা আফসার মাহমুদ, মাওলানা রাশেদ বিন নুর, মুফতী ইমরানুল বারী সিরাজী প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, হেফাজতের নেতাকর্মীদেরকে বিনা কারণে অন্যায়ভাবে দীর্ঘদিন কারাগারে বন্দি রেখেছে খুনি হাসিনা। জেলখানায় আলেম-ওলামা মানবতার জীবন যাপন করেছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, আমরা সংবাদ মাধ্যমে জানতে পেরেছি, ফ্যাসিস্ট হাসিনার দোসররা জেলখানায় জামাই আদরে আছে। আমরা সবাই জানি হাসিনা ও হাসিনা দোসররা সবাই লুটতরাজ, দুর্নীতি ও খুনের মামলার আসামি। তাদের দ্রুত বিচারের ব্যবস্থা করতে হবে।
নেতৃবৃন্দ আরো বলেন, হেফাজত রাজনীতি করে না তবে রাজনীতি নিয়ন্ত্রণ করে। হেফাজত ইসলাম দেশ ও ইসলাম রক্ষায় কাজ করে। স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষায় তদন্ত প্রহরীর ভূমিকা পালন করছে। যারা এ দেশের ভিতরে বা বাহির থেকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তাদের দাঁতভাঙ্গা জবাব দিতে হেফাজত নেতাকর্মীরা প্রস্তুত আছে।
সর্বসম্মতিকরমে ১৫১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে সভাপতি মুফতী আজারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মুফতী শরীফুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মাওলানা নূর হোসাইন নূরানী, অর্থ সম্পাদক মাওলানা আনিসুর রহমান, প্রচার সম্পাদক মুমুফতী লোকমান হোসাইন ও দপ্তর সম্পাদক মাওলানা নাঈমুল ইসলাম।