| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব নারীদের উচ্চশিক্ষা গ্রহণের অনুমতির দাবি ভিত্তিহীন : আফগান উচ্চ শিক্ষা মন্ত্রণালয়


নারীদের উচ্চশিক্ষা গ্রহণের অনুমতির দাবি ভিত্তিহীন : আফগান উচ্চ শিক্ষা মন্ত্রণালয়


রহমত নিউজ     29 January, 2025     02:47 PM    


নারীদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয় ভর্তি হয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দেওয়ার বিষয়টি অস্বীকার করেছে ইমারাতে ইসলামিয়া আফগানিস্তান। 

সোমবার (২৭ জানুয়ারি) আফগানিস্তানের উচ্চশিক্ষা মন্ত্রণালয় বিষয়টি অস্বীকার করে একটি বিবৃতি দেয়। এতে উল্লেখ করে, আফগানিস্তানের বিরুদ্ধে এটি একটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

বিবৃতিতে বলা হয়, “নারীদের স্কলারশিপের জন্য পাকিস্তান অথবা অন্য কোন দেশের সাথে কোন ধরনের চুক্তি হয়নি আফগানিস্তানের। এই ধরনের ভিত্তিহীন দাবি ইমারাতে ইসলামীয়া আফগানিস্তানের বিরুদ্ধে অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।”

এর আগে, আফগান নারীদের পাকিস্তানের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের অনুমতি দিয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। পাকিস্তানের এবং আন্তর্জাতিক গণমাধ্যম বিষয়টি প্রচারও  করেছিল।

ইসলামাবাদ দাবি করেছিল, সেই অনুমতি অনুযায়ী পাকিস্তানের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষায় শত শত আফগান শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এছাড়া আফগানিস্তানে থাকা নারীদের জন্য রাখা হয়েছে অনলাইনে পরীক্ষা দেওয়ার সুযোগ। তবে বেঁধে দেওয়া হয়েছে বেশ কয়েকটি শর্ত। যার মধ্যে অন্যতম হলো পুরুষ অভিভাককে (মাহরাম) সঙ্গে রাখা।

সূত্র: ভয়েস অব আমেরিকা