মফস্বল ডেস্ক 05 January, 2025 07:53 PM
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক ধোপাচালা এলাকায় ট্রেনে কাটা পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত বৃদ্ধের বয়স আনুমানিক ৬০ থেকে ৬৫ বছর হবে বলে ধারণা করা যাচ্ছে।
রোববার (৫ জানুয়ারি) ভোরে উপজেলার সফিপুরের রাখালিয়া চালা এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রোববার ভোরে উপজেলার ধোপাচালা এলাকায় অজ্ঞাত ওই বৃদ্ধ রেললাইনের ওপর বসা ছিলেন। উত্তরবঙ্গের একটি ট্রেন দ্রুতগামী তার ওপর দিয়ে চলে যায়। এতে তার মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়। তবে তার পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি।
জয়দেবপুর রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) ছেফাতুর বলেন, ‘খবর পেয়েছি। মরদেহটি উদ্ধার করার চেষ্টা চলছে।’