মূল পাতা মুসলিম বিশ্ব গাজ্জায় ইসরাইলি হামলায় আরও ৩৮ ফিলিস্তিনি শহীদ
আন্তর্জাতিক ডেস্ক 19 December, 2024 11:06 AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজ্জা ভূখণ্ডে ইহুদিবাদী সন্ত্রাসীদের অবৈধ রাষ্ট্র ইসরাইলের হামলায় এক দিনে প্রাণ হারিয়েছেন আরও ৩৮ ফিলিস্তিনি। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৯ জনে পৌঁছেছে। এছাড়া, গত এক দিনের হামলায় আহত হয়েছেন আরও ২০৩ ফিলিস্তিনি।
বুধবার (১৮ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে গাজ্জার স্বাস্থ্য মন্ত্রণালয়।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গাজ্জা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় কমপক্ষে আরও ৩৮ জন ফিলিস্তিনি শহীদ হয়েছেন। এতে গত বছরের অক্টোবর থেকে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে ৪৫ হাজার ৫৯ জনে দাঁড়িয়েছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়েছেন।
এদিকে, কাতারের রাজধানী দোহা সফরে যাচ্ছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক বিল বার্নস।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির সঙ্গে বৈঠক করবেন বার্নস। এই আলোচনা মূলত কাতারের মধ্যস্থতায় হামাস ও ইসরাইলের মধ্যে পরোক্ষ আলোচনা নিয়ে হবে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের মধ্যপ্রাচ্যবিষয়ক উপদেষ্টা ব্রেট ম্যাকগার্ক ইতোমধ্যে দোহায় রয়েছেন এবং কাতার, মিসর ও ইসরাইলি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক চালিয়ে যাচ্ছেন।
এক লিখিত বিবৃতিতে দোহায় চলমান আলোচনাকে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক বলে উল্লেখ করেছে হামাস। তবে তারা সতর্ক করেছে, ইসরায়েল যদি নতুন শর্ত আরোপ বন্ধ না করে, তবে চুক্তি সম্পন্ন হওয়া সম্ভব হবে না।
অন্যদিকে ওয়াল্লা নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস তাদের সামরিক শাখায় প্রায় চার হাজার নতুন যোদ্ধা নিয়োগ দিয়েছে বলে জানিয়েছেন ইসরায়েলি সামরিক কমান্ডাররা। তাদের দাবি, গাজার ওপর চালানো বিধ্বংসী হামলার মধ্যেও এটি সংঘটিত হয়েছে।