| |
               

মূল পাতা জাতীয় তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা


তুরাগ তীরের বিশ্ব ইজতেমার দুই পর্বের চূড়ান্ত তারিখ ঘোষণা


রহমত নিউজ     17 November, 2024     08:39 PM    


২০২৫ সালে দুই পর্বের বিশ্ব ইজতেমার তারিখ চূড়ান্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। রাজধানী ঢাকার অদূরে গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে ইজতেমার প্রথম পর্ব মাওলানা জুবায়েরপন্থীদের অধীনে ও দ্বিতীয় পর্ব সা’দপন্থীদের অধীনে অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ নভেম্বর) এ সংক্রান্ত বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। এতে জানানো হয়, আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বহির্বিশ্বের কাছে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করতে বিশ্ব ইজতেমা দীর্ঘদিন ধরে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবারের বিশ্ব ইজতেমার আয়োজনকে আরও সুন্দর ও মহিমান্বিত করতে হবে।

এতে আরও উল্লেখ করা হয়, ‘২০২৫ সালের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব তাবলিগ জামাত বাংলাদেশ (মাওলানা জুবায়েরের নেতৃত্বাধীন শুরায়ে নেজাম) আয়োজন করবেন এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব তাবলীগ জামাতের মাওলানা সা’দের অনুসারীরা আয়োজন করবেন।’

‘বিশ্ব ইজতেমার মাঠ হস্তান্তর প্রসঙ্গে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, প্রথম পর্বের আয়োজনকারীরা তাদের আয়োজন শেষে ইজতেমার মাঠ ঢাকা বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি সংক্রান্ত কমিটিকে ৪ ফেব্রুয়ারি বিকেল ৩টার মধ্যে বুঝিয়ে দেবেন। আর দ্বিতীয় পর্বের আয়োজনকারীরা ৪ ফেব্রুয়ারি বিকেলে উক্ত কমিটির থেকে ইজতেমার মাঠ বুঝে নেবেন এবং ইজতেমা শেষে ১১ ফেব্রুয়ারি দুপুরে কমিটির কাছে মাঠ হস্তান্তর করবেন।’

এ ছাড়াও বিশ্ব ইজতেমার মাঠ প্রস্তুতি, আইনশৃঙ্খলা রক্ষা ও সার্বিক কার্যক্রম তদারকি সংক্রান্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।