মূল পাতা আন্তর্জাতিক আবারও উত্তাল ভারতের মণিপুর রাজ্য; কারফিউ জারি
আন্তর্জাতিক ডেস্ক 17 November, 2024 12:47 PM
জাতিগত দ্বন্দের জের ধরে আবারও বিক্ষোভে উত্তাল ভারতের মণিপুর রাজ্য। এবার রাজ্যটিতে অপহৃত ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার ইস্যুকে কেন্দ্র করে দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলা চালিয়েছে আন্দোলনকারীরা। এমনকি মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়িতেও হামলার চেষ্টা চালায় বিক্ষুব্ধ জনতা।
শুক্রবার (১৫ নভেম্বর) মণিপুরের বিভিন্ন স্থান থেকে অপহৃত ৬ ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় শনিবার (১৬ নভেম্বর) রাজধানী ইম্ফল ভ্যালিতে জড়ো হয় শত শত বিক্ষুব্ধ জনতা। ওইসময় তারা টায়ার পুড়িয়ে রাস্তাঘাট বন্ধ করে দেয়।
রাজ্যটির দুই মন্ত্রী ও তিন বিধায়কের বাড়িতে হামলার পর মুখ্যমন্ত্রী এন বীরেন সিংয়ের বাড়ির দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস ব্যবহার করে পুলিশ।
রাজধানী ইম্ফলে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে।এছাড়া রাজ্যটির বেশ কয়েকটি জেলায় বন্ধ করে দেয়া হয়েছে ইন্টারনেট সেবা।
গেলো বছর থেকেই মণিপুরে মেইতেই ও কুকি সম্প্রদায়ের মধ্যে জাতিগত বিবাদের জেরে রাজনৈতিক উত্তেজনা বিরাজ করছে। এতে প্রাণ হারিয়েছেন অনেকেই।
মণিপুরের মুখ্যমন্ত্রীর ওপরও ক্ষুব্ধ সাধারণ জনগণ। তাদের দাবি, মণিপুরে শান্তি ফেরাতে না পারলে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে।