| |
               

মূল পাতা সারাদেশ জেলা বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা


বেশি দামে পেঁয়াজ বিক্রি করায় ৩ ব্যবসায়ীকে জরিমানা


মফস্বল ডেস্ক     23 October, 2024     09:51 AM    


ফরিদপুরে সালথায় পাইকারি ও খুচরা পর্যায়ে বেশি দামে পেঁয়াজ বিক্রি করার দায়ে তিন ব্যবসায়ী জরিমানা করা হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার ঠেনঠেনিয়া বাজারের পেঁয়াজের আড়তে এ অভিযান পরিচালনা জেলা প্রশাসনের বিশেষ টাস্কফোর্স।

অভিযানে বেশি দামে পেঁয়াজ বিক্রির করার অপরাধে বাজারের মোল্যা ট্রেডার্সকে ৫ হাজার, হোসেন ট্রেডার্সকে ৫ হাজার ও রাবেয়া এন্টার প্রাইজকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সিনিয়র কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইজাজুল হক এবং জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ এ অভিযান পরিচালনা করেন।

ফরিদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সোহেল শেখ জানান, গত কয়েকদিন ধরে ফরিদপুরের বাজারগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পাওয়ায় আড়তে অভিযান চালানো হয়। পেঁয়াজ নিয়ে কারসাজি করার দায়ে সালথার তিন আড়ত মালিককে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ফরিদপুর সালথা