| |
               

মূল পাতা জাতীয় জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন না হলে ঘরে ফিরবে না সাধারণ আলেম সমাজ 


জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন না হলে ঘরে ফিরবে না সাধারণ আলেম সমাজ 


রহমত নিউজ     27 September, 2024     11:39 PM    


সাধারণ আলেম সমাজের উদ্যোগে অনুষ্ঠিত হলো জনসাধারণের প্রত্যাশায় আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা। এরই মধ্য দিয়ে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ করছে সাধারণ আলেম সমাজ নামের সংগঠনটি। 

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) রাজধানীর কাকরাইলস্থ মুক্তিযুদ্ধ স্মৃতি মিলনায়তনে সংগঠনটির আহ্বায়ক মাওলানা রিদওয়ান হাসানের সভাপতিত্বে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানের আত্মপ্রকাশ বক্তব্যে মাওলানা রিদওয়ান হাসান বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ আন্দোলন ও চব্বিশের ছাত্র-জনতার অভ্যুত্থানে সামনের সাড়িতে লড়াই করেছে সাধারণ আলেম সমাজ। ছাত্র-জনতার অভ্যুত্থান আমাদের সামনে জনসাধারণের আকাঙ্ক্ষার যে রাষ্ট্র পুনর্গঠনের সম্ভাবনা হাজির করেছে, তা বাস্তবায়নের লক্ষ্যে এখনও আন্দোলন-সংগ্রাম অব্যাহত রেখেছে। জনসাধারণের প্রত্যাশা বাস্তবায়ন না হলে ঘরে ফিরবে না সাধারণ আলেম সমাজ।

অনুষ্ঠানে আলোচকরা রাষ্ট্র পুনর্গঠনের অংশ হিসেবে দেশের প্রতিটি সংস্কার কমিশনে আলেম প্রতিনিধি রাখার দাবি জানান এবং দেশ সংস্কারের নামে বৈশ্বিক কোনো মতাদর্শ অনুপ্রবিষ্ট না করার আহ্বান জানান। এ সময়ে জনসাধারণের মৌলিক প্রত্যাশার কথা তুলে ধরে দেশের সংবিধান, শিক্ষা সংস্কৃতি, অর্থনীতি এবং বৈষম্য নিরসনে লিখিত দাবি দাওয়া তুলে ধরেন। 

আলোচনা সভায় উপস্থিত ছিলেন দৈনিক নয়া দিগন্তের প্রবীণ সাংবাদিক ও শিক্ষাবিদ মাওলানা লিয়াকত আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগের অধ্যাপক ড. গোলাম রাব্বানী, বরেণ্য লেখক ও বহু গ্রন্থ-প্রণেতা মাওলানা মুহাম্মাদ যাইনুল আবিদীন, প্রফেসর মুখতার আহমদ, আইএফআই কনসাল্টেন্সির পরিচালক মুফতি আব্দুল্লাহ মাসুম, সিয়ান পাবলিকেশন্সের চিফ ইন এডিটর আবু তাসমিয়া রফিক আহমদ, বিশিষ্ট লেখক ডা. শামসুল আরেফিন শক্তি, কবি সাইফ সিরাজ, মুফতী রেজাউল করীম আবরার, হামজা শহিদুল ইসলাম, মুফতী ইমরানুল বারী সিরাজীসহ দেশের শীর্ষ আলেম লেখক-বুদ্ধিজীবী, সাংবাদিক, এক্টিভিস্ট।

আরো উপস্থিত ছিলেন রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মাদরাসা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও ধর্মপ্রাণ নাগরিক।