| |
               

মূল পাতা সারাদেশ জেলা ২৮ সেপ্টেম্বর পাবনায় “বুদ্ধিবৃত্তিক দাওয়াহ কনফারেন্স”; আলোচনা করবেন যারা


২৮ সেপ্টেম্বর পাবনায় “বুদ্ধিবৃত্তিক দাওয়াহ কনফারেন্স”; আলোচনা করবেন যারা


রহমত নিউজ     26 September, 2024     07:22 PM    


পাবনা মুসলিম কমিউনিটির উদ্যোগে আগামী ২৮ সেপ্টেম্বর অনুষ্টিত হতে যাচ্ছে “বুদ্ধিবৃত্তিক দাওয়াহ কনফারেন্স”।

আগামী শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ৮টায় পাবনার বেড়া উপজেলা মডেল মসজিদের এই কনফারেন্স অনুষ্ঠিত হবে। 

জানা যায়, ইসলাম ও সেকুলারিজম, জামাতবদ্ধ জিন্দেগীর গুরুত্ব, আদর্শ সন্তান গঠনে স্মার্ট প্যারেন্টিং, ফেরাকে বাতেলাহ (ইসলামের সুরতে বাতিল), ইসলামি সমাজ বিনির্মাণে মুসলিম উদ্যোক্তার ভূমিকা ও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বনাম প্রচলিত রাষ্ট্র ব্যবস্থা নিয়ে কনফারেন্সে আলোচনা করবেন বক্তাগণ।

কনফারেন্সে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন, ইসলামী লেখক, সাংবাদিক ও চিন্তাবিদ মাওলানা শরীফ মুহাম্মাদ, ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা তাহমিদুল মাওলা, মাদরাসাতুল মাদীনাহ-যাত্রাবাড়ী’র প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা মাহবুবুর রহমান, পাবনার জমিয়াতুল উলুমিল ইসলামিয়া’র মুহতামিম মুফতী ইমরান খান, সিরাজগঞ্জের নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের এসোসিয়েট প্রফেসর ডা. তালহা বিন ইউসুফ এবং রাজনীতিবিদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মোফাচ্ছির হোসাইন প্রমুখ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রাজশাহী পাবনা বেড়া