মফস্বল ডেস্ক 19 September, 2024 12:12 PM
চট্টগ্রামের মিরসরাইয়ে সাপের কামড়ে সীমান্ত নাথ নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত সীমান্ত জোরারগঞ্জ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।
মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) নিহতের বাড়ির সামনে এ ঘটনা ঘটে। সীমান্ত উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দেওয়ানপুর গ্রামের কান্তি নাথের ছেলে।
সীমান্তের চাচাতো ভাই সৌরভ চন্দ্র জানান, সাপ কামড়ানোর পর তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা না দিয়ে বাইরে অপেক্ষা করতে বলেন। এর কিছুক্ষণ পর চিকিৎসক বিষধর সাপ না সাধারণ সাপে কামড়েছে তা জিজ্ঞেস করে। এ বিষয় আমরা কিছু জানি না বললে চিকিৎসক সীমান্তকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলে। সন্ধ্যা সাড়ে ৭টায় চমেক হাসপাতালে পৌঁছলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মিরসরাই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিনহাজ উদ্দিন জানান, সাপের কাপড়ের রোগী হাসপাতালে আনার পর প্রথমে তাকে বিষধর সাপ কামড়েছে না কি সাধারণ সাপ কামড় দিয়েছে তা পর্যবেক্ষণ করি। এরপর অ্যান্টিভেনম দেওয়ার পর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে আমরা রোগীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করি। পরবর্তী সময়ে শুনেছি, সন্ধ্যা সাড়ে ৭টায় তাকে চমেক নেওয়ার পথেই তার মৃত্যু হয়।