মূল পাতা আন্তর্জাতিক কাশ্মীরে দুই ভারতীয় সৈন্য নিহত
আন্তর্জাতিক ডেস্ক 14 September, 2024 08:23 AM
ভারতের জম্মু এবং কাশ্মীরে বন্দুকধারীদের গুলিতে দুই সেনা সদস্য নিহত হয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়েছে, পুলিশকে সঙ্গে নিয়ে জম্মু এবং কাশ্মীরের কিশস্তারের চারুতে সেনাবাহনী একটি যৌথ অভিযান পরিচালনা করে। এতে বন্দুকধারীরা হামলা চালালে দুই সেনা সদস্য নিহত হয়। অভিযান এখনও চলমান।
এক সূত্র জানিয়েছে, গত জুলাই মাসে একই গোষ্ঠীর সদস্যরা চার সেনাকে গুলি করে হত্যা করে। তারাই আবার এ কাজ করেছে। ওই সময়ে সেনাবাহিনী অভিযান চালাতে গেলে এমন ঘটনা ঘটে। চার সেনাবাহিনীর মধ্যে একজন অফিসারও ছিলেন।
এদিকে সেনাবাহিনীর সদস্য নিহতের ঘটনা এমন এক সময় ঘটল যখন আগামী ১৮ সেপ্টেম্বর দোদা, কিশস্তার এবং রামবন জেলাসহ ১৬টি আসনে বিধানসভার ভোট অনুষ্ঠিত হবে। এছাড়া আগামীকাল রোববার (১৫ সেপ্টেম্বর) জম্মু এবং কাশ্মীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভা রয়েছে।
সূত্র, খবর এনডিটিভি।