| |
               

মূল পাতা জাতীয় চুক্তি নবায়ন ছাড়া হজ কার্যক্রম করতে পারবে না এজেন্সিগুলো


চুক্তি নবায়ন ছাড়া হজ কার্যক্রম করতে পারবে না এজেন্সিগুলো


রহমত নিউজ     07 September, 2024     01:12 PM    


শুরু হয়েছে ২০২৫ সালের পবিত্র হজের প্রাথমিক কাজ নিবন্ধন। ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এ নিবন্ধন চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।

এ নিবন্ধন কার্যক্রম শুরু করতে হলে এজেন্সিগুলোকে শিগগিরই হজ অফিসের সঙ্গে চুক্তি নবায়নের নির্দেশনা দিয়েছে সরকার। তা না হলে, হজ এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে।

এজেন্সিগুলোর কাছে পাঠানো এক চিঠিতে ধর্মবিষয়ক মন্ত্রণালয় জানায়, আগামী হজ কার্যক্রম পরিচালনার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয় হতে জারি করা গত ২৯ আগস্ট স্মারকের শর্ত (ছ) অনুযায়ী প্রত্যেক এজেন্সিকে হজ লাইসেন্স, ট্রাভেল লাইসেন্স এবং ট্রেড লাইসেন্স ও আয়কর সনদের হালনাগাদ কাগজসহ হজ অফিসের সঙ্গে চুক্তি স্বাক্ষরের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

অন্যথায় এজেন্সির ইউজার আইডি বন্ধ হয়ে যেতে পারে বলে চিঠিতে জানানো হয়েছে।

এদিকে, ১ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া হজ নিবন্ধনে প্রথম দিন ২৯ জন নিবন্ধন করেছেন। এরমধ্যে একজন বেসরকারি ব্যবস্থাপনায় এবং বাকিরা সরকারি ব্যবস্থাপনায়।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৫ সালে বাংলাদেশের জন্য হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন। এই কোটা পূর্ণ হলে স্বয়ংক্রিয়ভাবে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম বন্ধ হয়ে যাবে।

এতে আরও বলা হয়, আগের কিংবা নতুন প্রাক-নিবন্ধিত যেকোনো ব্যক্তি তিন লাখ টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। হজ প্যাকেজ মূল্যের অবশিষ্ট টাকা প্যাকেজে নির্ধারিত সময়ের মধ্যে পরিশোধ করতে হবে।

অপরদিকে, গত দু’বছর হজে খরচ অনেক বেশি বেড়ে যাওয়ায় সৌদির দেওয়া কোটা পূরণ করতে পারেনি বাংলাদেশ। গত বছর সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গাইডসহ হজ পালন করেছেন ৮৫ হাজার ২৫২ জন। এ অবস্থায় অন্তর্বর্তীকালীন সরকার হজের খরচ কমানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কত টাকা কমাবে সেটি এখনও বলেননি।

যেভাবে নিবন্ধন করা যাবে

ই-হজ সিস্টেম (www.hajj.gov.bd), e-Hajj BD মোবাইল অ্যাপ থেকে সরকারি মাধ্যমে হজে গমনেচ্ছু ব্যক্তিরা সকল ইউনিয়ন ডিজিটাল সেন্টার, ইসলামিক ফাউন্ডেশনের বিভাগীয় ও জেলা কার্যালয়, বায়তুল মোকাররম মসজিদ এবং ঢাকার আশকোনার হজ অফিস হতে প্রাক-নিবন্ধন ও প্রাথমিক নিবন্ধন করতে পারবেন। বেসরকারি মাধ্যমের হজযাত্রীদেরকে অনুমোদিত এজেন্সি কর্তৃক প্রাথমিক নিবন্ধন করতে হবে। প্রাথমিক নিবন্ধনের সময় প্রাক-নিবন্ধন সনদ ও পাসপোর্ট প্রয়োজন হবে।