| |
               

মূল পাতা রাজনীতি বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি: মির্জা আব্বাস


গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি: মির্জা আব্বাস


রহমত নিউজ     16 August, 2024     08:37 AM    


গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন শেষ হয়ে যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, ১৬ বছর আন্দোলন হয়েছে, গণতন্ত্র প্রতিষ্ঠায় আরও কিছুদিন আন্দোলন চালিয়ে যেতে হবে।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপি এবং তার অঙ্গ ও সহযোগী সংগঠনের অবস্থান কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, ‘চুরির অর্থ উদ্ধার করতে পারলে দেশের অর্থনৈতিক সংকট অনেকটাই কেটে যাবে। লুটেরারা এখনও দেশেই আছে, তাদের গ্রেপ্তার করতে হবে।’

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে ট্রল হচ্ছে উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, ‘এখানে প্রতিবাদ করবো না। কারণ, আন্দোলনের কারণেই তাকে নিয়ে ট্রল করার সুযোগ পাচ্ছেন। খালেদা জিয়াই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন।’

নিজেদের মানইজ্জত বাঁচানোর তাগিদে চাঁদাবাজ, লুটেরা ও ডাকাতদের প্রতিহত করার আহ্বান জানিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের একজন প্রখ্যাত ব্যবসায়ী ফোন করে আমাকে বলছেন, একজন লোক তার কাছে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেছেন। এরা কেউ কিন্তু বিএনপির নয়। এরপরও বিএনপির ঘাড়ে দায় চাপানো হচ্ছে।’