| |
               

মূল পাতা অর্থনীতি অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : গভর্নর 


অর্থপাচারকারীরা টাকার বা‌লিশে ঘুমাতে পারবে না : গভর্নর 


রহমত নিউজ     14 August, 2024     03:09 PM    


অর্থপাচারকারীরা শা‌ন্তি‌তে থাক‌তে পার‌বে না হুঁশিয়া‌রি দি‌য়ে নতুন গভর্নর ড. আহসান এইচ মনসুর ব‌লে‌ছেন, তাদের‌ এখন আর টাকার বা‌লিশে ঘুমা‌তে দেওয়া হবে না।

বুধবার (১৪ আগস্ট) দা‌য়িত্ব নেওয়ার প্রথম দিন বাংলাদেশ ব্যাংকে বোর্ড মি‌টিংয়ে সংবাদ সম্মেলনে অর্থপাচারকারীদের এ হুঁশিয়া‌রি দেন গভর্নর।

নতুন গভর্নর ব‌লেন, শুধু সরকার, বাংলা‌দেশ ব্যাংক একা নয়, আন্তর্জাতিক মহ‌লের সহায়তা নি‌য়ে অর্থপাচারকারী‌দের ধরতে হ‌বে। আমরা এমন একটা সিচুয়েশন তৈরি করব, যারা টাকা নিয়ে গেছে তারা যেন কষ্টে থাকে। তারা টাকার বিছানায় বালিশ দিয়ে যেন না ঘুমাতে পারে এ ব্যবস্থা কর‌ব। একটু দৌড়াদৌড়ির মধ্যে থাকতে হবে। আন্তর্জাতিক আইন এখন কিছুটা সহায়ক আছে, এটাকে কাজে লাগাতে হবে। টাকা আসুক আর না আসুক তাদেরকে কষ্টে রাখব।