| |
               

মূল পাতা সারাদেশ মহানগর ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে কওমি মাদরাসার শিক্ষার্থীরা


ট্রাফিক নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে কওমি মাদরাসার শিক্ষার্থীরা


রহমত নিউজ     07 August, 2024     08:37 PM    


ছাত্র-জনতার আন্দোলনের মুখে পদত্যাগ করে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। তারপর থেকেই বিভিন্ন থানায় হামলা করে বিক্ষুব্ধ জনতা। ফলে ট্রাফিক বিভাগ পুরোপুরি নিষ্ক্রিয় হয়ে পড়ে। এদিকে হাসিনার পতদ্যাগের পর দিন থেকেই রাজধানীর সড়কগুলোতে ট্রাফিক কন্ট্রোল করছে কওমি মাদরাসার শিক্ষার্থীরা।

আজ বুধবার (৭ আগস্ট) রাজধানীর বিভিন্ন ট্রাফিক পয়েন্টে দায়িত্ব পালন করছে মাদরাসা শিক্ষার্থীরা। 

সরেজমিনে গিয়ে দেখা য়ায়, ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়ক, সায়দাবাদ কুতুবখালি, সাইনবোর্ড, দৈনিক বাংলা মোড়, জিরো পয়েন্ট এবং কামরাঙ্গিরচরে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতার কাজে ব্যস্ত সময় পার করছেন শিক্ষার্থীরা।

এদিকে রাতভর মন্দির, গির্জার ও সংখ্যালঘুদের বাড়ি ঘর পাহাড়া দিয়েও প্রশংসা কুড়িয়েছে কওমি মাদরাসা ছাত্ররা।

একাধিক সূত্র জানিয়েছে, চট্টগ্রামের হাটহাজারীতে মাদরাসার শিক্ষার্থীরা মন্দির পাহারা দিচ্ছেন। এ ছাড়া ওবায়দিয়া মাদরাসার পাশে বৌদ্ধ মন্দির পাহারায় রয়েছেন তারা। আর নগরীর মন্দিরগুলো সাধারণ শিক্ষার্থীরা পাহারারত রয়েছেন।

মাদরাসা ছাত্র ও সাধারণ শিক্ষার্থীরা বলছেন, নতুন স্বাধীনতার ফাঁকে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে সেজন্যই এই আন্দোলন। এভাবে আমাদের ভাইদের জান ও মালের রক্ষা করাও স্বাধীনতার অংশ। এটাও আমাদের আন্দোলনকে ধারণ করার অর্থ।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: