মফস্বল ডেস্ক 09 July, 2024 10:50 AM
বগুড়ায় ঢাকা-রংপুর মহাসড়কের বনানী এলাকায় বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে নিহতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন আরও ৭ জন।
মঙ্গলবার (৯ জুলাই) ভোরে বগুড়ার বনানী এলাকায় শাহ ফতেহ আলী নামে দূরপাল্লার একটি বাসের সঙ্গে বিপরীতমুখী কাভার্ডভ্যানের সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুন্দুরহাট হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্বাস আলী।
ফায়ার সার্ভিস জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা নওগাঁগামী যাত্রীবাহী শাহ ফতেহ আলী বাসটি বনানীর লিচু তলা এলাকায় পৌঁছালে ঢাকাগামী কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই কাভার্ডভ্যান চালক হৃদয় ও অজ্ঞাত এক নারী বাসযাত্রী ঘটনাস্থলেই নিহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে শামীম নামে আরও একজন মারা যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জামাল উদ্দিন নামে আরও এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
ওসি আব্বাস আলী বলেন, ‘ভোররাতে বনানীর লিচুতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ৪ জন নিহত হয়েছেন। এখনও আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।’
বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, দুর্ঘটনায় মৃত অবস্থায় তিনজনকে হাসপাতালে আনলে তাদেরকে মর্গে রাখা হয়েছে। বাকি আহত ৯ জনের মধ্যে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় আরও একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে আহত ৭ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।