রহমত নিউজ 02 July, 2024 08:14 PM
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর ৮ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ দিনে এক লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী রেজাউল করীম।
আজ দুপুরে কুমিল্লার লাকসাম এলাকায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুমিল্লা জেলা দক্ষিণ এর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সদস্য আলহাজ্ব সেলিম মাহমুদ, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মুফতী শামসুদ্দোহা আশরাফী, ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা মোরশেদুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলার সভাপতি প্রভাষক জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান ইমন,প্রমুখ।
মুফতী রেজাউল করীম উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, গাছ পরিবেশের ভারসাম্যতা রক্ষা করে। গাছ পরিবেশ দুষণ রোধ করে। এজন্য বেশি বেশি গাছ লাগানো উচিত। তিনি ইসলামী যুব আন্দোলনের এ কর্মসূচিকে যুগোপোযোগী কমসূচি হিসেবে উল্লেখ করে এর ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, গাছ কেটে দেশকে বিরাণভূমিতে পরিণত করা হয়েছে। এ জন্য দেশের তাপমাত্রা বেড়ে ক্রমেই দেশে ভয়াবহ তাপদাহের সৃষ্টি হচ্ছে।