মফস্বল ডেস্ক 28 June, 2024 01:19 PM
কুষ্টিয়ার মিরপুরে মাটির ব্যাংক কিনতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছেন ১০ বছরের এক শিশু।
আজ শুক্রবার (২৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে টাকা জমানোর স্বপ্নে মাটির ব্যাংক কিনতে যাচ্ছিলেন শিশু আননুন। জিকে খালের ওপর সড়ক সেতুর কাজ চলায় পার হতে ওঠেন রেল সেতুতে, এসময় দর্শনাগামী একটি ট্রেনে কাটা পড়ে নিহত হয় সে।
কুষ্টিয়ার পোড়াদহ রেলওয়ে থানার ওসি হারুন অর রশিদ মৃধা জানান, নিহত আননুন মিরপুরের মুরকান শাহর ছেলে। মুরকান কসাইয়ের কাজ করেন। নিহত আননুন সেখানকার এক স্কুলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী।
ওসি বলেন, উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে মরদেহের পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা রিমন জানান, মিরপুরে জিকে খালের ওপর ব্রিজ নির্মাণ কাজ চলমান, পারাপারের বিকল্প ব্যবস্থা না থাকায় মানুষ রেল ব্রিজ দিয়ে পার হয়। শিশুটিও তেমনি পার হতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।