| |
               

মূল পাতা সারাদেশ জেলা শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের 


শার্শায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল ভ্যানচালকের 


মফস্বল ডেস্ক     20 June, 2024     04:01 PM    


যশোরের শার্শায় পাট বোঝাই ট্রাকের ধাক্কায় আল আমিন (২৪) নামে এক অটোভ্যানচালক নিহত হয়েছে।

বৃহস্পতিবার (২০ জুন) সকালে যশোর-সাতক্ষীরা মহাসড়কের জামতলা মবিল ফ্যাক্টরি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আল আমিন শার্শা উপজেলার পশ্চিম কোটা দক্ষিণপাড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, আল আমিন অটোভ্যান চালিয়ে বাগআঁচড়া বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে জামতলা মবিল ফ্যাক্টরি এলাকায় পৌঁছালে পিছন থেকে একটি পাট বোঝাই ট্রাক ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক আল আমিন নিহত হন।

নাভারন হাইওয়ে থানার এসআই মফিজুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাকটি জব্দের পাশাপাশি ড্রাইভারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: খুলনা যশোর শার্শা