| |
               

মূল পাতা আন্তর্জাতিক পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত 


পাকিস্তানে ৪.৭ মাত্রার ভূমিকম্পের আঘাত 


আন্তর্জাতিক ডেস্ক     20 June, 2024     08:57 PM    


পাকিস্তানের ইসলামাবাদ ও খাইবার পাখতুনখাওয়াতে ৪.৭ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। এতে রাওয়ারপিন্ডি, পেশোয়ার, সোয়াত, মালাকান্দ, উত্তর ওয়ারিস্তানসহ অনেক এলাকা কেঁপে ওঠে। খবর এক্সপ্রেস ট্রিবিউন।

এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি এবং হতাহতের খবর পাওয়া গেছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলে ভূগর্ভস্থের ৯৮ কিলোমিটার গভীরে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ জানিয়েছে, পাকিস্তানের পার্শ্বর্তী দেশ তাজিকিস্তান এবং উজবেকিস্তানেও ভূমিকম্প অনুভূত হয়। 

গত ১৩ মার্চ পাকিস্তানের পাঞ্জাব এবং খাইবার পাখতুয়ানখাওয়ায়েত ৫.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। তবে ওই ভূমিকম্পতে কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। এর উৎপত্তিস্থল ছিল ভূগর্ভস্থের ১৩০ কিলোমিটার গভীরে।