| |
               

মূল পাতা সারাদেশ জেলা মাদকের টাকার ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা


মাদকের টাকার ভাগাভাগি নিয়ে যুবককে কুপিয়ে হত্যা


মফস্বল ডেস্ক     10 June, 2024     11:00 AM    


সোনারগাঁ উপজেলায় মাদকের টাকার লেনদেনের জেরে বাপ্পি (২৮) নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ হাসপাতাল থেকে মরদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেলা মর্গে প্রেরণ করেছে।

রোববার (৯ জুন) উপজেলার বাড়ি মজলিশ গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানান, সোনারগাঁ উপজেলার হাবিবপুর গ্রামে বসবাস করতেন বাপ্পি। গত কয়েক বছর ধরে বাপ্পি স্থানীয় মাদক ব্যবসায়ীদের সঙ্গে ব্যবসায় জড়িয়ে পড়েন। পরে মাদক কেনাবেচার সময় ১০ হাজার টাকা বকেয়া হয়ে যায়। পাওনা টাকা পরিশোধ করতে টালবাহানা করলে রোববার রাত ১০টার দিকে মাদক ব্যবসায়ীরা তাকে মোবাইলে ডেকে আফিয়া সিএনজি পাম্পের পেছনে বাড়ি মজলিশ গ্রামে নিয়ে যান। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে বাপ্পিকে কয়েকজন মিলে কুপিয়ে মারাত্মক আহত করে পালিয়ে যান। আহত বাপ্পিকে উদ্ধার করে সোনারগাঁ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. মহসিন বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা নারায়ণগঞ্জ সোনারগাঁ