| |
               

মূল পাতা আন্তর্জাতিক আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ক্ষুব্ধ নেতানিয়াহু 


আন্তর্জাতিক আদালতে গ্রেপ্তারি পরোয়ানার আবেদনে ক্ষুব্ধ নেতানিয়াহু 


আন্তর্জাতিক ডেস্ক     21 May, 2024     04:10 PM    


গাজায় যুদ্ধাপরাধের অভিযোগে দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু’র বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করেছে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান। গ্রেপ্তারি পরোয়ানার আবেদনের পরই ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহুর পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানার আবেদন করা হয়েছে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধেও। খবর বিবিসি 

আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রসিকিউটর করিম খান ইসরাইলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং তার প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টারের বিরুদ্ধে গাজায় নিরীহ মানুষের বিরুদ্ধে নির্বিচারে হামলা চালানোয় যুদ্ধাপরাধের অভিযোগ এনেছেন।

এদিকে হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার বিরুদ্ধেও যুদ্ধপরাধের অভিযোগ এনেছেন করিম খান। যদিও ২০০২ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) সদস্য নয় যুক্তরাষ্ট্র ও তার মিত্র ইসরাইল।