| |
               

মূল পাতা সারাদেশ জেলা ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন শ্রমিক


ধান কাটতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারালেন শ্রমিক


রহমত নিউজ     15 May, 2024     11:12 AM    


গাইবান্ধার সাঘাটায় মাঠে ধান কাটতে গিয়ে বজ্রপাতে শিপন মিয়া (১৮) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ মে) দুপুরে উপজেলার মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় ও এলাকা সূত্রে জানা যায়, শিপন মিয়ার বাড়ি মুক্তিনগর ইউনিয়নের বেলতৈল গ্রামে। তিনি ওই গ্রামের মোখলেছ মিয়ার ছেলে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে মুক্তিনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শেফালী বেগম। তিনি জানান, নিহত শিপন মিয়া হালিম মেম্বারের জমিতে শ্রমিক হিসেবে ধান কাটার কাজ করছিলেন। দুপুরের দিকে আকাশ হঠাৎ করে মেঘাচ্ছন্ন হয়ে বজ্রপাতের ঘটনা ঘটে। এতে মাঠে কাজ করা অবস্থায় শিপন মিয়া গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় শিপনের।

প্রসঙ্গত, হঠাৎ বজ্রপাতের ঘটনা ঘটলে শিপন মিয়া মাটিতে পড়ে যায়। পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা জানান, বজ্রপাতে ফুল মিয়া নামে এক কৃষকের মৃত্যুর খবর শুনেছি। হাসপাতাল থেকে নিহতের মরদেহ তার স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: রংপুর গাইবান্ধা সাঘাটা