| |
               

মূল পাতা সারাদেশ রাজধানী ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছি: মেয়র তাপস 


ফাইল ছবি

ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছি: মেয়র তাপস 


রহমত নিউজ     15 May, 2024     10:02 PM    


২০১৯ সালের তুলনায় ডেঙ্গু রোগী কম বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস। তিনি বলেন, ‘ঢাকাবাসীকে আমরা রোগমুক্ত রাখতে পেরেছি। একইসঙ্গে ঢাকাবাসীকে স্বাস্থ্যকর পরিবেশে রাখতে পেরেছি।’ 

বুধবার (১৫ মে) সকালে মালিবাগ মোড় সংলগ্ন উড়াল সেতুর নিচে ১২ নম্বর ওয়ার্ডের গণশৌচাগার উদ্বোধন শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

মেয়র বলেন, ‘২০১৯ সালে ঢাকা শহরে সর্বোচ্চ (ডেঙ্গু) রোগী পাওয়া গিয়েছিল এডিস মশার বিস্তারের কারণে। সে সময় এক লাখ ৫৫ হাজার রোগী শনাক্ত হয়েছিল হাসপাতালে। গত বছর পূর্বাভাস দেওয়া হয়েছিল যে, ২০১৯ সালকেও ছাড়িয়ে যাবে। কিন্তু আমরা যথাযথ প্রস্তুতি নিয়েছিলাম।’

তিনি আরও বলেন, ‘২০২৩ সালের তথ্য-উপাত্ত অনুসারে, ঢাকা শহরে দক্ষিণ ও উত্তর মিলে সর্বোচ্চ এক লাখ ১৩ হাজার রোগী পাওয়া গেছে। তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, ২০১৯ সালের থেকে আমরা ৪২ হাজারের মতো রোগী আমরা কম রাখতে পেরেছি।’ 

ঢাকাবাসী যারা এসব ব্যাপারে সচেতনতার সঙ্গে দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন তাদের ধন্যবাদ জানান মেয়র তাপস।    


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ঢাকা