| |
               

মূল পাতা সারাদেশ জেলা যাত্রাবিরতির দাবিতে ফরিদপুরে ট্রেন আটকে বিক্ষোভ


যাত্রাবিরতির দাবিতে ফরিদপুরে ট্রেন আটকে বিক্ষোভ


মফস্বল ডেস্ক     11 May, 2024     12:08 PM    


রাজবাড়ী-ঢাকা পথে চলাচলকারী ‘চন্দনা কমিউটার ট্রেন’ ফরিদপুর স্টেশনে যাত্রাবিরতির দাবিতে রেললাইন আটকে বিক্ষোভ করেছে এলাকাবাসী।

শনিবার (১১ মে) ভোর সাড়ে ৫টার দিকে স্থানীয় জনতা রেললাইনে কাফনের কাপড় পরে শুয়ে ট্রেনটির গতিরোধ করে। প্রায় ৪০ মিনিট পর কর্তৃপক্ষের আশ্বাসে বিক্ষোভকারীরা রেললাইন থেকে সরে গেলে ট্রেনটির ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।

রাজবাড়ী থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা চন্দনা কমিউটার ট্রেন ভোর সাড়ে ৫টায় ফরিদপুর এসে পৌঁছালে ট্রেনটির গতিরোধ করে স্থানীয়রা। ফরিদপুর রেলস্টেশনে যাত্রাবিরতির দাবি জানিয়ে কাফনের কাপড় পরে রেললাইনে শুয়ে বিক্ষোভ করতে থাকেন তারা।

বিক্ষোভের মুখে পড়ে প্রায় ৪০ মিনিট ট্রেনটি ফরিদপুর স্টেশনে অবস্থান করে। পরে ট্রেনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আশ্বাসে অবস্থানকারীরা সরে গেলে ৬টা ১০ মিনিটের দিকে ভাঙ্গা হয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি।

এ সময় বিক্ষুব্ধ জনতা ৪৮ ঘণ্টার আল্টিমেটাম ঘোষণা করে। এই সময়ের মধ্যে ট্রেনের স্টপেজ না দেওয়া হলে লাগাতার কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলে জানান তারা।

এর আগে একই দাবিতে গত ৫ মে ট্রেন চালুর দিনও স্টপেজের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।


এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা ফরিদপুর ফরিদপুর সদর