রহমত নিউজ 10 May, 2024 01:07 PM
দেশেকে এগিয়ে নিতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘যুবসমাজকে কম্পিউটার ট্রেনিং দেওয়া হচ্ছে। এর মাধ্যমে তারা যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। যারা ট্রেনিং নিয়ে ব্যবসা শুরু করে, তাদের একটা সাহায্য করা হয়। চাকরির জন্য তারা অন্যের দ্বারে দ্বারে ধরনা দিয়ে বেড়াবে না। নিজেরা উদ্যোক্তা হয়ে অন্যকে চাকরি দেবে। সেভাবেই আমরা ব্যবস্থা নিচ্ছি। ’
শুক্রবার (১০ মে) সকালে টুঙ্গিপাড়ায় ‘আমার বাড়ি আমার খামার’ কর্মসূচির আওতায় দাড়িয়ারকুল সমবায় সমিতির সদস্যদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘এক সময় বাংলাদেশকে অনেক দেশ তুচ্ছ-তাচ্ছিল্য করতো, বলতো অন্যের কাছে হাত পেতে চলে। আমার খুব কষ্ট লাগতো। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমরা মাথা নিচু করে চলবো কেন? আমরা মাথা উচু করে চলবো। ’
সরকারের নানা উদ্যোগের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ‘এক ইঞ্চি জমিও যেন অনাবাদি না থাকে। গণভবনেও আমরা সবজি চাষ করছি। টুঙ্গিপাড়ায়ও অনেক জমি চাষের আওতায় এনেছি। আশা করি, বাংলাদেশের মানুষ আর দরিদ্র থাকবে না। ’
শিক্ষায় সরকারের অবদানের কথা তুলে ধরে তিনি বলেন, প্রত্যেকের জন্য আমরা শিক্ষার সুযোগ করে দিয়েছি। শিক্ষককে ট্রেনিং দিচ্ছি। ২৬ হাজার প্রাইমারি স্কুল জাতীয়করণ করে দিয়েছি। ’
এর আগে শুক্রবার (১০ মে) সকাল পৌনে ১০টায় একদিনের সফরে নিজ বাড়ি ও নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে পৌঁছান তিনি। পরে সকাল ১০টায় জাতির পিতার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। এ সময় শেখ রেহানাসহ প্রধানমন্ত্রীর পরিবারের সদস্য ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। এর আগে আজ সকাল ৭টায় সড়ক পথে গোপালগঞ্জের উদ্দেশে গণভবন ত্যাগ করেন প্রধানমন্ত্রী।