| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব মধ্যপ্রাচ্য সংকটের পেছনে একমাত্র দায়ী নেতানিয়াহু ও তার সরকার: এরদোগান


মধ্যপ্রাচ্য সংকটের পেছনে একমাত্র দায়ী নেতানিয়াহু ও তার সরকার: এরদোগান


মুসলিম বিশ্ব ডেস্ক     17 April, 2024     11:59 AM    


মধ্যপ্রাচ্য সংকটের পেছনে নেতানিয়াহু ও তার সরকারকে দায়ী করছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান। তিনি বলেন, গোটা মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক উত্তেজনার পেছনে দায়ী শুধুমাত্র ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকার।

স্থানীয় সময় মঙ্গলবার (১৬ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠকের পর আঙ্কারায় আয়োজিত সংবাদ সম্মেলনে তুর্কি প্রেসিডেন্ট এ কথা বলেন। খবর রয়টার্সের। 

এরদোগান আরও বলেন, আঞ্চলিক সংঘাত উসকে দেয়ার অপচেষ্টা করছে ইসরাইল। সিরিয়ার দামেস্কে ইরানি দূতাবাসে ভয়াবহ হামলা ছিল তাদের সেই নীলনকশারই অংশ।

তিনি আরও বলেন, গাজায় ইসরাইলের ‘নিষ্ঠুরতা ও গণহত্যা’ থেকে বিশ্ববাসীর মনোযোগ অন্যদিকে সরিয়ে নিতে এমন পায়তারা করছেন নেতানিয়াহু। তিনি আরও বলেন, গাজায় সহিংসতা যতদিন অব্যাহত থাকবে ততদিন নতুন আঞ্চলিক উত্তেজনা বাড়তে থাকবে।

ইসরাইলের মূল ভূখণ্ডে ইরানের হামলার নিন্দা জানানোয় তিনি পশ্চিমাদের সমালোচনাও করেন। এরদোগান বলেন, যখন ফিলিস্তিনের গাজা ও সিরিয়ার ইরানি দূতাবাসে ইসরাইল হামলার চালায় তখন পশ্চিমারা নিশ্চুপ থাকে।