| |
               

মূল পাতা জাতীয় মুক্ত নাবিকরা আপাতত জাহাজে কাজ করবেন না : নৌপ্রতিমন্ত্রী


ফাইল ছবি

মুক্ত নাবিকরা আপাতত জাহাজে কাজ করবেন না : নৌপ্রতিমন্ত্রী


রহমত নিউজ     15 April, 2024     08:23 PM    


নৌপরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, সোমালিয়ায় জিম্মি হওয়া নাবিকরা এখন পুরোপুরি মুক্ত। এই নাবিকরা এখন জাহাজে কাজ করবে কিনা বা কতদিন করবে সেটা নির্ভর করবে মালিকদের ওপর। মালিকরা বলছেন নাবিকরা যা চাইবে সেভাবেই হবে। তবে, জাহাজের ২৩ নাবিক চাচ্ছেন দুবাই থেকে ফিরে আসার পর তারা আর জাহাজে কাজ করবেন না। পরিবারের কাছে ফিরে আসবেন।

আজ (১৫ এপ্রিল) সোমবার সচিবালয়ে নিজ দপ্তরে আয়োজিত এক ব্রিফিংয়ে এসব কথা বলেন প্রতিমন্ত্রী। এর আগে তিনি মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘ঈদের দিন সদরঘাটের ঘটনা খুবই দুঃখজনক। কারা এর সঙ্গে জড়িত তাদের নাম অবশ্যই বেরিয়ে আসবে। এ বিষয়ে সরকার জিরো টলারেন্স অবস্থানে।’

ওই লঞ্চের মালিক একজন মন্ত্রী কিনা সে বিষয়ে নৌ প্রতিমন্ত্রী বলেন, ‘কে মালিক সেটা দেখা হবে না।’ অন্য এক প্রশ্নের জবাবে খালিদ মাহমুদ চৌধুরী জানান, সোমালিয়ার সরকার, আইনশৃঙ্খলা বাহিনী, আন্তর্জাতিক অঙ্গন, জলদস্যু সবার সঙ্গে বহুমাত্রিক যোগাযোগের মাধ্যমে উদ্ধার হয়েছেন নাবিকরা। মুক্তিপণের কোনো তথ্য আমার কাছে নেই। বস্তায় করে ডলার ফেলার ছবি কোনো সিনেমার ঘটনা কিনা আমার জানা নাই। বিষয়টি এত সহজ নয় যে এভাবে টাকা দেওয়া হবে।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘জাহাজ উদ্ধারের পুরো ক্রেডিট প্রধানমন্ত্রী শেখ হাসিনার। তাদের (জলদস্যুদের) সঙ্গে দ্রুত যোগাযোগ হয়েছে বলে ৩২ দিনে উদ্ধার সম্ভব হয়েছে। তবে ওই জাহাজটি অরক্ষিত ছিল। জাহাজে কোনো আর্মড ফোর্স ছিল না। ২০২১ সাল পর্যন্ত আর্মড ফোর্স ছিল জাহাজে। এখন থেকে মালিকদের নির্দেশনা দেওয়া হবে যাতে অস্ত্র রাখা হয়।’ তিনি আরও বলেন, ‘এই সমুদ্র পথটাকে আরও নিরাপদ করার জন্য আইএমও-কে প্রস্তাব দেওয়া হবে। এজন্য কাজ শুরু করেছে নেভাল ফোর্স।’