মূল পাতা মুসলিম বিশ্ব চূড়ান্ত পর্ব এখনও শুরু হয়নি; ইসরাইল শীঘ্রই তছনছ হয়ে যাবে: হামাস
মুসলিম বিশ্ব ডেস্ক 13 April, 2024 10:38 PM
গাজা উপত্যকায় ছয় মাসের ইসরাইল বিরোধী যুদ্ধ এই দখলদার শক্তিকে শীঘ্রই তছনছ করে দেবে বলে মন্তব্য করেছেন হামাস নেতা খালেদ মিশাল। তিনি ইসরাইলি আগ্রাসনের মুখে অটল-অবিচল থাকার জন্য গাজাবাসী ফিলিস্তিনিদের ভূয়সী প্রশংসা করেছেন।
হামাসের প্রবাসী পলিটব্যুরো প্রধান মিশাল কাতারের রাজধানী দোহায় অপর হামাস নেতা ইসমাইল হানিয়ার নিহত তিন ছেলের এক শোকানুষ্ঠানে অংশ নিয়ে এ মন্তব্য করেন। গত বুধবার ঈদের দিন গাজা সিটিতে ইসরাইলি বিমান হামলায় হানিয়ার তিন ছেলে ও একাধিক নাতী-নাতনী নিহত হন।
চলমান গাজা যুদ্ধের প্রতি ইঙ্গিত করে খালেদ মিশাল বলেন, “এটি চূড়ান্ত পর্ব নয়। তবে ইহুদিবাদীদের প্রকল্প ব্যর্থ করে দিয়ে ফিলিস্তিনকে স্বাধীন করার পথে এটি একটি গুরুত্বপূর্ণ পর্ব।”
এদিকে হামাসের মুখপাত্র আব্দুল লতিফ আল-কানু বলেছেন, গাজা আগ্রাসনে ইহুদিবাদী ইসরাইল সব ধরনের আন্তর্জাতিক আইন ও মানবিক রীতিনীতি লঙ্ঘন করে যাচ্ছে। তিনি আরো বলেন, দখলদার ইহুদিবাদীরা ঈদুল ফিতরের দিনও গাজায় গণহত্যা চালিয়েছে। মুসলমানদের ধর্মীয় অনুভূতির প্রতি বিন্দুমাত্র ভ্রুক্ষেপ না করে তারা ঈদের দিন নির্বিচার বোমাবর্ষণ করে শত শত গাজাবাসীকে হত্যা করেছে বলে তিনি জানান।
-পার্সটুডে