মূল পাতা শিক্ষাঙ্গন আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশের রায়হান
রহমত নিউজ 08 April, 2024 03:45 PM
সেনেগালের রাজধানী ডাকারে অনুষ্ঠিত ১১ তম “আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৪” এর আসরে ১ম স্থান অর্জন করেছে বাংলাদেশের প্রতিযোগী হাফেজ আবু রায়হান। বিশ্বের ২৮টি দেশের প্রতিযোগী এতে অংশগ্রহণ করে।
রোববার (৭ এপ্রিল) স্থানীয় সময় রাত ১০টায় এর চূড়ান্ত ফলাফল ঘোষণা করা হয়।
২ এপ্রিল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য সেনেগালের উদ্দেশে রওনা দেন হাফেজ আবু রায়হান। তিনি আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার একজন শিক্ষার্থী।
গত ডিসেম্বরে লালবাগ শাহী মসজিদে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণের বাছাইপর্ব। সেখানে আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ কর্তৃক নির্বাচিত হন রায়হান। মূল প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে মিশর ও সেনেগালের প্রতিযোগী।