| |
               

মূল পাতা জাতীয় ‘মহাসড়কে কোনো লক্কড় ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না’ 


‘মহাসড়কে কোনো লক্কড় ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না’ 


রহমত নিউজ     04 April, 2024     04:09 PM    


হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, এবারের ঈদে ছাদ খোলা পরিবহন ও লক্কড়ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না। ঈদের সময় কিছু সুযোগ সন্ধানী অপরাধী, মলম পার্টি বা কোনো দুষ্কৃতকারী যাতে সাধারণ যাত্রীদের কোনো ক্ষতিসাধন করতে না পারে সেজন্য পুলিশের সর্বদা নজরদারি করছে।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকার ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এ সময় শাহাবুদ্দিন খান আরও জানান, সারা বাংলাদেশে আড়াই হাজার হাইওয়ে পুলিশ মহাসড়কে যানজট নিরসনে কাজ করছে, জনগণ যাতে সাচ্ছন্দে বাড়ি পৌঁছাতে পারে। যে সমস্ত কারখানা রয়েছে তারা যদি ধাপে ধাপে ছুটি প্রদান করে তাহলে আমরাও ধাপে ধাপে মোকাবেলা করতে পারবো।

পরে চন্দ্রা এলাকা জুড়ে ৩২টি সিসি ক্যামেরা, এবং ড্রোন দিয়ে মহাসড়কের চিত্র দেখেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ডি আই জি মাহফুজুর রহমান বিপি এম, অতিরিক্ত ডি আই জি শ্যামল কুমার মুখার্জী, অতিরিক্ত ডি আই জি পদোন্নতি প্রাপ্ত (পুলিশ সুপার) মো. মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার পদোন্নতি প্রাপ্ত (অতি: পুলিশ সুপার) সীমা রানী সরকার, অতিরিক্ত পুলিশ সুপার গাজীপুর (ট্রাফিক) নাজমুস সাকিব, কালিয়কৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এ এফ এম নাসিম, নাওজোড় হাইওয়ে থানার ওসি সাহাদাত হোসেন প্রমুখ।