| |
               

মূল পাতা স্বাস্থ্য স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি


সংগৃহীত

স্বাস্থ্যখাতে দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স নীতি


রহমত নিউজ     14 January, 2024     10:31 PM    


স্বাস্থ্য খাতে দুর্নীতি প্রতিরোধে  ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সামন্ত লাল সেন। তিনি বলেন, এ ক্ষেত্রে শূন্য সহনশীলতার নীতি অনুসরণ করা হবে।

আজ রোববার (১৪ জানুয়ারী) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী বলেন, ঢাকা শহরের মতো বড় শহরগুলোতে যেন রোগীর চাপ কমে, তা নিশ্চিত করতে জেলা এবং গ্রাম পর্যায়ে হাসপাতাল ও স্বাস্থ্য প্রতিষ্ঠানগুলোকে উন্নত করে তোলা হবে। এ সময় সবার কাছ থেকে সহযোগিতা কামনা করেন তিনি।

সভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক, নিউরোসায়েন্সের পরিচালক এবং ঢাকার কয়েকটি মেডিকেল কলেজের অধ্যক্ষরা উপস্থিত ছিলেন।