মূল পাতা আন্তর্জাতিক রায়ের পরই বিশ্বমঞ্চে বদলে যাবে ইসরাইলের অবস্থান, বেকায়দায় মিত্র যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক 11 January, 2024 10:19 AM
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরাইয়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে, এমন অভিযোগের ভিত্তিতে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) আজ (১১ জানুয়ারি) বৃহস্পতিবার প্রথম দিনের শুনানি অনুষ্ঠিত হবে। দক্ষিণ আফ্রিকার করা এই মামলায় ধারণা করা হচ্ছে তেল ইসরাইলের বিরুদ্ধে 'জরুরি অস্থায়ী ব্যবস্থা' নেয়া হবে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদক হামদাহ সালহুত এমনটি জানিয়েছেন।
প্রতিবেদনে তিনি বলেন, ইসরাইল যদি গণহত্যা অথবা গণহত্যা চেষ্টায় দোষী সাব্যস্ত হয়, তবে এটি আন্তর্জাতিক মঞ্চে তেলআবিবের অবস্থান পুরোপুরি পাল্টে দেবে।
ইসরাইল তখন কূটনৈতিকভাবে বিশ্ব থেকে ছিটকে পড়বে। এমনটি যুক্তরাষ্ট্রের মতো ঘনিষ্ট মিত্ররাও তাকে আর প্রকাশ্যে সমর্থন জানাতে পারবে না। তখন চলমান গাজা যুদ্ধে ইসরাইলকে অন্যায্যতা আর বর্বরোচিত আচরণের জন্যে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে।
আজকের প্রাথমিক শুনানিতে দক্ষিণ আফ্রিকা প্রমাণাদি উপস্থাপন করবে এবং পরদিন শুক্রবার ইসরাইলি বাহিনী আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাবেন।