রহমত নিউজ 05 January, 2024 10:13 PM
রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেসের আগুনে পুড়ে এক যাত্রী প্রাণ হারিয়েছেন। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছেছে বলে জানিয়েছেন ডিউটি অফিসার রাকিবুল হাসান।
শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। তবে ট্রেনে আগুনের ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হওয়া যায়নি।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাকিবুল হাসান আরও জানান, গোপীবাগ এলাকায় ট্রেনটিতে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রাথমিকভাবে আগুনের কারণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।