রহমত নিউজ 03 January, 2024 04:21 PM
প্রধান বিচারপতির বাসভবনে হামলায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন শুনানি এক সপ্তাহ পিছিয়েছেন হাইকোর্ট।
বুধবার (৩ জানুয়ারি) বিএনপিপন্থী আইনজীবীদের আদালত বর্জন কর্মসূচি থাকায় শুনানি পেছানোর আবেদন করেন মির্জা ফখরুলের আইনজীবীরা। এসময় আদালত বিএনপির আইনজীবীদের উদ্দেশ্য বলেন, জামিন শুনানি তখন এত জরুরি ছিলো, এখন পেছাতে এসেছেন কেন?
এদিকে, নাশকতার ৯ মামলায় বিএনপি মহাসচিবের জামিন শুনানির জন্য ৯ জানুয়ারি দিন ধার্য রয়েছে। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ওইদিন শুনানি হবে।
অন্যদিকে, নির্বাচন বাতিল ও বিচারিক হয়রানি বন্ধের দাবিতে তৃতীয় দিনের মত আদালত বর্জন কর্মসূচি পালন করছে বিএনপি ও সমমনাদলের আইনজীবীরা।
আদালতের প্রবেশ পথে অবস্থান নিয়ে বিক্ষোভ ও ভোট বর্জনের লিফলেট বিতরণ করছেন তারা। দলটির আইনজীবীদের এই বর্জন কর্মসূচি চলবে ৭ জানুয়ারি ভোটের দিন পর্যন্ত। বিএনপি আইনজীবীরা বর্জন করলেও স্বাভাবিক রয়েছে হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারকাজ।