| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব ৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস, পড়তে পারেন শুধু পবিত্র কুরআন 


৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস, পড়তে পারেন শুধু পবিত্র কুরআন 


রহমত নিউজ     17 December, 2023     10:36 AM    


বাবা-মা ও ভাই মারা যাওয়ার পর থেকেই ৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস করছেন সৌদি আরবের এক নাগরিক। সম্প্রতি মরুভূমিতে বসে এক টেলিভিশনকে দেওয়া সাক্ষাতকারে তিনি এ তথ্য জানান।

মরুভূমিতে বসবাসকারী ওই সৌদি নাগরিক হলেন মাজেদ আল সাইবানি। সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৫০০ কিলোমিটার দূরে আফিফ মরুভূমিতে তিনি এতদিন ধরে বসবাস করছেন। আফিফ থেকে পূর্বে ৩০ কিলোমিটার দূরে তার আবাসস্থল ছিল। 

সৌদি টেলিভিশন আল একবারিয়াকে দেওয়া সাক্ষাতকারে ওই বৃদ্ধ বলেন, ১০০ বছর আগে আমার বাবা আমাদের এখানে নিয়ে আসে। এরপর থেকেই এখানে বসবাস করছি।  

মরুরভূমির কঠিন পরিবেশে মাজেদের জন্ম। তার দেহের বৈশিষ্ট্য দেখে সেরকমই মনে হচ্ছে বলে ওই প্রতিবেদনে বলা হয়। 

মাজেদ জানান, তার বাবা-মা এবং চার ভাই সবাই মারা গেছেন। এক ভাই বেঁচে ছিল সেও তিন বছর আগে মারা গেছে। 

মাজেদ আরও বলেন, তিনি বিয়ে করতে চান। কিন্তু তার কাছে পর্যাপ্ত অর্থ নেই। মাজেদ বলেন, আমাকে সঙ্গ দেওয়ার জন্য একজনকে প্রয়োজন। 

৬৫ বছর ধরে মরুভূমিতে বসবাস করায় আধুনিক প্রযুক্ত সম্পর্কে তিনি সম্পূর্ণ অজ্ঞ। চিনতে পারেন না মোবাইল ফোনও। মোবাইল ফোনে যখন তার ইন্টারভিউ নেওয়া হচ্ছিল তখন তিনি বার বার ফোনের দিকে তাকাচ্ছিলেন।  একাডেমিক শিক্ষায় শিক্ষিত না হলেও মাজেদ পবিত্র কুরআন পড়তে পারেন মাজেদ আল সাইবানি।

সূত্র, গালফ নিউজ