মফস্বল ডেস্ক 17 December, 2023 05:03 PM
মুন্সিগঞ্জের সিরাজদিখানে কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন অটোরিকশার অপর দুই যাত্রী।
রোববার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার বালুচর ইউনিয়নের বেতকা-তেঘরিয়া সড়কের কালিনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. ওহাব খান সুমন (৫০) জেলার গজারিয়া উপজেলার ইসমানিরচর গ্রামের মৃত হাজি মোবারক আলীর ছেলে। গুরুতর আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ গিয়ে কাভার্ডভ্যান ও অটোরিকশা আটক করেছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুজাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় দুটি গাড়িই জব্দ করা হয়েছে। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এই এলাকার অন্যান্য সংবাদ দেখতে ক্লিক করুন: ঢাকা মুন্সিগঞ্জ সিরাজদিখান