মূল পাতা রাজনীতি আওয়ামী লীগ রাজনৈতিক হয়রানি নয়, গ্রেপ্তারকৃতরা সন্ত্রাসী: পররাষ্ট্রমন্ত্রী
রহমত নিউজ 12 December, 2023 08:57 PM
‘আমরা রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। যাদের গ্রেপ্তার করছি তারা সন্ত্রাসী’ বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। তিনি বলেন,
মঙ্গলবার (১২ ডিসেম্বর) দোহা সফর শেষে দেশে ফিরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
৭ জানুয়ারি জাতীয় নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার পরিস্থিতি ও নাগরিক পরিসর সংকুচিত হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মানবাধিকার নিয়ে কাজ করা বিশ্বের ছয়টি সংগঠ। এ বিষয়ে ড. মোমেনের দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
জবাবে মোমেন বলেন, আমরা কোনো বিরোধী দলকে হয়রানি করছি না, নির্যাতন করছি না। আমরা যারা সন্ত্রাসী, যারা মানুষের বাড়ি-ঘর জ্বালায়, জনগণের সম্পত্তি; বিশেষ করে, বাস, ট্রেন, ট্রাক জ্বালায়…। যারা মানুষকে মারছে তাদের আমরা শাস্তির আওতায় নিচ্ছি। আমরা কোনো রাজনৈতিক কারণে কাউকে হয়রানি করছি না। আমরা যাদের গ্রেপ্তার করছি তারা হচ্ছে-সন্ত্রাসী।
তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আমরা আহ্বান করবো যারা সন্ত্রাসী কার্যক্রম করছে, সেটা পরিহার করে রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত হবেন।
উল্লেখ্য, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন তিন দিনের সরকারি সফরে শনিবার (৯ নভেম্বর) দোহার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছিলেন। তিনি কাতারের প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল সানির আমন্ত্রণে দুই দিনব্যাপী ‘দোহা ফোরাম-২০২৩’-এ যোগ দেন।