| |
               

মূল পাতা রাজনীতি ইসলামী দল রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ আজ


রাজধানীতে খেলাফত আন্দোলনের বিক্ষোভ আজ


রহমত নিউজ     10 December, 2023     09:42 AM    


ফিলিস্তিন-সহ দেশে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল করবে হযরত হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন। রবিবার (১০ ডিসেম্বর) বিকেল ৩টায় জাতীয় মসজিদ বাইতুল মুকাররমের উত্তর গেইটে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে এ কর্মসুচি ঘোষণা করে দলটি।

রবিবার (১০ ডিসেম্বর) সকালে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নায়েবে আমীর ও ঢাকা মহানগর আমীর মাওলানা মুজিবুর রহমান হামিদী রহমত নিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

মাওলানা হামিদী বলেন, মানবাধিকার মানুষের জন্মগত অধিকার। প্রত্যেকের জীবন, অধিকার, সমতা এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের জন্য অত্যাবশ্যকীয় সুযোগ-সুবিধাগুলোই হলো মানবাধিকার। সেই অধিকারগুলো  কেড়ে নেয়া ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনের শামীল। আজ বিশ্বজুড়ে লঙ্ঘিত হচ্ছে মানবাধিকার। নিজেদের স্বার্থ হাসিলে ক্ষমতাবানরা মানবাধিকার লঙ্ঘন করছেন। ফিলিস্তিন, ইরাক, সিরিয়া, ইয়েমেন, মিয়ানমারসহ বিভিন্ন দেশে চরম নৃশংসতার আবরণে নারী-পুরুষ নির্বিশেষে শিশু-কিশোর-যুবক-বৃদ্ধদের হত্যা-গণহত্যা বিবেকবান মানুষকে হতবাক করছে। দেশে দেশে ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন চলছে। এর প্রতিবাদে ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বিক্ষোভ মিছিল করবে হাফেজ্জী হুজুর রহমাতুল্লাহি আলাইহি প্রতিষ্ঠিত বাংলাদেশ খেলাফত আন্দোলন।

তিনি আরও জানান,  বিক্ষোভ মিছিলে সভাপতিত্ব করবেন দলের প্রধান আমীরে শরীয়ত আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী। বিক্ষোভ মিছিলপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখবেন কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।  এতে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান মাওলানা মুজিবুর রহমান হামিদী।