| |
               

মূল পাতা রাজনীতি অন্যান্য সিইসিসহ নির্বাচন কমিশনারদের সরে দাঁড়ানোর পরামর্শ গণতন্ত্র মঞ্চের


সিইসিসহ নির্বাচন কমিশনারদের সরে দাঁড়ানোর পরামর্শ গণতন্ত্র মঞ্চের


রহমত নিউজ ডেস্ক     28 November, 2023     01:02 PM    


একতরফা নির্বাচন পরিচালনা করতে চাপাচাপি করলে প্রধান নির্বাচন কমিশনারসহ নির্বাচন কমিশনারদের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পরামর্শ দিয়ে গণতন্ত্র মঞ্চের নেতারা বলেন, আওয়ামী লীগ বনাম আওয়ামী লীগের নির্বাচনী খেলায় জনগণের কোনো উৎসাহ নেই। রাষ্ট্রীয় অর্থ অপচয় করে নির্বাচনের নামে তামাশা এবার আর জনগণ মেনে নেবে না। সরকার জোর করে ক্ষমতায় টিকে থাকতে আবারও একটা একতরফা নির্বাচনের পাঁয়তারা করছে। প্রধান বিরোধী দল বিএনপিসহ প্রায় সব বিরোধী দলকে হামলা, মামলা ও গ্রেপ্তার করে কারাগারে অন্তরীণ রেখে নিজেদের মধ্যে আসন ভাগাভাগি করে প্রতিদ্বন্দ্বীহীন নির্বাচন করতে রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠানকে ব্যবহার করছে।  জনগণ এই নির্বাচনে ভোট দিতে যাবে না, ভোট প্রত্যাখ্যান করে প্রয়োজনে প্রতিরোধ গড়ে তুলবে।

সোমবার (২৭ নভেম্বর) অবরোধ সফলে পুরানা পল্টন রাষ্ট্র সংস্কার আন্দোলন কার্যালয়ের সামনে থেকে মিছিল শুরু করে নাইটিঙ্গেল মোড় ঘুরে পুরানা পল্টন হয়ে জাতীয় প্রেস ক্লাবে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা এসব কথা বলেন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের সভাপতিত্বে এবং রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শেখ রফিকুল ইসলাম বাবলু, গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক জেএসডির সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল প্রমুখ। এছাড়া মিছিলে অংশ নেয় গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।