মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি যে কারণে ১১ আসনে মনোনয়ন দিতে পারেনি জাতীয় পার্টি
রহমত নিউজ ডেস্ক 28 November, 2023 10:58 AM
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য জাতীয় পার্টি চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করেছে। দলের ৩০০ আসনের মধ্যে ২৮৯ আসনে মনোনয়ন দিয়েছে। বাকি ১১টি আসনে এখনো মনোনয়ন দিতে পারেনি জাতীয় পার্টি।
সোমবার (২৭ নভেম্বর) বিকেল ৫টা ৪০ মিনিটে রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মুজিবুল হক চুন্নু।
প্রার্থী ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে চুন্নু বলেন, ২-৩টি আসনে কেউ মনোনয়ন চায়নি। আর বাকি আসনগুলোতে মনোনয়নের আবেদন পাওয়া গেলেও সেখানে কাকে দেওয়া হবে, সেটা আমাদের দলের পক্ষ থেকে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি। সেজন্য এখন অপেক্ষায় আছি, যেহেতু সময় আছে। এ সিদ্ধান্ত চেয়ারম্যান নিতে পারেন, তখন আমরা ওই আসনগুলোতে প্রার্থী দেব। আমাদের রানিং এমপি যারা আছেন, তাদের প্রত্যেককেই আবার মনোনয়ন দেওয়া হয়েছে।