| |
               

মূল পাতা রাজনীতি জাতীয় পার্টি ২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি


২৮৯ আসনে প্রার্থী ঘোষণা করল জাতীয় পার্টি


রহমত নিউজ     27 November, 2023     07:20 PM    


আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের মধ্যে ২৮৯টির দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় পার্টি।  বাকি ১১টি আসনে প্রার্থীর নাম পরে ঘোষণা করা হবে। ঘোষিত তালিকায় দেখা যায়, রংপুর-৩ ও ঢাকা-১৭ আসন থেকে মনোনয়ন পেয়েছেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের। অন্যদিকে জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের সম্মানে ময়মনসিংহ-৪ আসনে কাউকে মনোনয়ন দেয়নি দলটি।

আজ (২৭ নভেম্বর) সোমবার সন্ধ্যায় রাজধানীর বনানীতে অবস্থিত জাতীয় পার্টির চেয়ারম্যান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলটির মহাসচিব মুজিবুল হক চুন্নু।  এর আগে পূর্ব ঘোষণা অনুযায়ী গত ২০ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে জাপা। ২৩ নভেম্বর ছিল ফরম বিক্রির শেষ দিন। পরে তা শুক্রবার (২৪ নভেম্বর) বিকেল পর্যন্ত বাড়ানো হয়। তফসিল অনুযায়ী, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ হবে।

একনজরে জাতীয় পার্টির প্রার্থী তালিকা-