| |
               

মূল পাতা মুসলিম বিশ্ব গাজায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু


গাজায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু


মুসলিম বিশ্ব ডেস্ক     08 November, 2023     10:48 AM    


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলের নির্বিচার বোমা হামলায় গত ২৪ ঘণ্টায় আরো ৫৮৪ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এছাড়া গত ৭ অক্টোবর থেকে ৭ নভেম্বর পর্যন্ত এক মাসে সব মিলিয়ে ১০ হাজার ৩২৮ ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে শিশু হলো ৪ হাজার ২৩৭ জন,  নারী ২ হাজার ৭১৯ জন এবং বয়স্ক মানুষের সংখ্যা ৬৩১ জন। ইসরায়েলিদের বিমান হামলায় এক মাসে ২৫ হাজার ৯৫৬ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় নিয়মিত ব্রিফিংয়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এমন তথ্য জানিয়েছে। এর আগে, গত ৭ অক্টোবর ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস। ওইদিন থেকেই গাজায় বিমান হামলা চালানো শুরু করে ইসরায়েল। তারা দাবি করছে, গাজায় হামাসের স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। তবে তাদের এসব নির্বিচার ও বর্বরোচিত হামলায় যাদের মৃত্যু হচ্ছে তাদের বেশিরভাগই নারী ও শিশু। এছাড়া হামলায় ক্ষয়ক্ষতি হচ্ছে বেসামরিক মানুষের বাড়ি-ঘর। ইসরায়েলের হামলা থেকে মসজিদ-গির্জার মতো ধর্মীয় স্থাপনাগুলোও বাদ যাচ্ছে না।