মফস্বল ডেস্ক 22 October, 2023 05:52 AM
অনলাইন মাধ্যমে পূজা নিয়ে উস্কানিমূলক মন্তব্য করলে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আনিসুর রহমান। তিনি বলেন, সাদা পোশাকের পুলিশ গোয়েন্দা নজরদারি চালাচ্ছে। অনলাইন বা অফলাইন কোন মাধ্যমেই বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর নেয়া হবে
শনিবার (২১ অক্টোবর) রাত ১০টায় রাজশাহীর চারঘাট উপজেলার খোর্দ্দগোবিন্দপুর শ্রী শ্রী কালিমন্দির পরিদর্শন শেষে তিনি একথা বলেন।
এসময় আনিসুর আরও বলেন, রাজশাহী বিভাগের ৮ জেলায় পূজা উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপগুলোতে সার্বক্ষণিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে।
পরে রাজশাহী রেঞ্জ ডিআইজি আনিসুর রহমান পুঠিয়া ও চারঘাট উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন। এসময় রাজশাহী জেলার পুলিশ সুপার সাইফুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আবু মোহাম্মাদ আশরাফুল আলম, সালেহ অতিরিক্ত পুলিশ সুপার রফিকুল আলমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।