নুরুল কবির আরমান, খাগড়াছড়ি প্রতিনিধি 15 October, 2023 09:54 PM
ফিলিস্তিনে ইসরাইলী আগ্রাসন ও নির্বিচারে মুসলিম হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে খাগড়াছড়ি ক্বওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ মানিকছড়ি উপজেলা শাখা।
আজ (১৫অক্টোবর) রবিবার মানিকছড়ি বাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আমতলায় এক সমাবেশ অনুষ্ঠিত হয়।
উপজেলা সভাপতি হাফেজ মাওলানা ফজলুল হক এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলীল আল ফরিদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন পরিষদের উপদেষ্টা মাওলানা নুর মোহাম্মদ, তিনটহরী মহিউস্ সুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা ফরিদ উদ্দিন, জেলা সহ-সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দীন, মাওলানা মহিউদ্দিন বিন সুরুজ,তিনটহরী মহিলা মাদ্রাসার মুহতামিম মুফতি মনছুরুল হক,সাফা মারওয়া মাদ্রাসার মুহতামিম মুফতি দিদারুল আলম কাসেমী,ইফাবার ফিল্ড সুপার ভাইজার মাওলানা ওজায়ের,মানিকছড়ি বাজার মসজিদের খতীব মাওলানা নুরুল কবির ও মুহামনি বাজার মসজিদের খতীব মাওলানা জসিম উদ্দিন প্রমূখ।
সমাবেশে বক্তাগণ বলেন, দখলদার ইসরাইলের সন্ত্রাসী হামলার কারণে ফিলিস্তিনের নিরীহ নিরস্ত্র মুসলমানরা দুর্বিসহ জীবন যাপন করছে। ইসরায়েল গাজায় পানি, বিদ্যুৎসহ সকল জনসুবিধা বন্ধ করে দিয়ে চরম মানবাধিকার লংঘন করেছে। ফিলিস্তিনের মুসলমানদের ওপর নির্মম নির্যাতন বন্ধে জাতিসংঘের জোরালো হস্তক্ষেপ কামনা করেন বক্তাগণ।
বিক্ষোভ সমাবেশে উপজেলা বিভিন্ন মসজিদে ইমাম - খতীব, মাদ্রাসার পরিচালক, ছাত্র শিক্ষক ও ১৭টি সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসলিম তাওহিদী জনতা সংহতি জানিয়ে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।