রহমত নিউজ 04 October, 2023 07:37 PM
অর্থপাচার মামলায় জিজ্ঞাসাবাদের জবাব দিতে নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুদক কার্যালয়ে যাচ্ছেন। \
(৪ অক্টোবর) দুপুরে ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বুধবার এ তথ্য জানান। তিনি বলেন, ড. ইউনূস চিঠি দিয়ে দুদককে জানিয়েছেন তিনি আজ নির্ধারিত সময়েই দুদকে যাবেন। এ সময় তিনিও থাকবেন বলে জানান।
সেখানে ঠিক কি কি জিজ্ঞাসাবাদ করতে পারেন এ ব্যাপারে তিনি বলেন, সেটা বলা মুশকিল। তবে মামলা সংক্রান্তই হবে। তারা যে প্রশ্নই করুক ড. ইউনূস সাহেব সব উত্তর দিতে পারবেন। আর এটি একটি সম্পূর্ণ মিথ্যা মামলা।
তিনি আরও বলেন, ড. ইউনূস দেশের বাইরে জাতিসংঘের মহাসচিবের সাথে ছিলেন। দুদকের নোটিশের বিষয়ে জানার পর গত ১ অক্টোবর দেশে ফিরে এসেছেন। গত মঙ্গলবারই (৩ অক্টোবর) দুদককে চিঠি দিয়ে উনি জানিয়ে দিয়েছেন তাদের কার্যালয়ে নির্দিষ্ট সময়ে উপস্থিত থাকার কথা।