| |
               

মূল পাতা স্বাস্থ্য ডেঙ্গু ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯৯


ডেঙ্গুতে আরও ১৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৭৯৯


রহমত নিউজ     03 October, 2023     07:52 PM    


ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এবছরে এক হাজার ৩০ জনের মৃত্যু হয়। অপর দিকে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও দুই হাজার ৭৯৯ জন রোগী।

মঙ্গলবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়, মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজধানী ঢাকার ৭ জন এবং ঢাকার বাইরে ৬ জন।

আক্রান্তদের মধ্যে ঢাকা সিটির বাসিন্দা ৬৮২ জন এবং ঢাকা সিটির বাইরে দুই হাজার ১১৭ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ৯ হাজার ১৯৮ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ঢাকায় ছয় হাজার ২৫৮ জন এবং ঢাকার বাইরে দুই হাজার ৯৪০ জন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ১১ হাজার ৬৮৩ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন দুই লাখ এক হাজার ৪৫৫ জন।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৬২ হাজার ৩৮২ জন। এরমধ্যে মারা গেছেন ২৮১ জন।